খুলনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৬ জনের নামে মামলা
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং মেডিকেল ভর্তি কোচিং ডিএমসি স্কলারের প্রধান উপদেষ্টা ডা. হাদিউর রহমান সিয়ামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) জাকির হোসেন বাবু নামের এক পোস্টার শ্রমিক বাদী হয়ে খুলনা মহানগর হাকিম আল আমিনের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও ডিএমসি স্কলারের পরিচালক ডা. মঈনুল মোল্লা, রাজু, মানিক, মুকুল ও লিটন।
মামলার বাদী জাকির হোসেন বাবু বলেন, তিনি বিভিন্ন কোচিং সেন্টারের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে জীবিকা নির্বাহ করেন। ডা. সিয়াম তাকে ডিএমসি স্কলার বাদে অন্য কোচিংয়ের পোস্টার লাগাতে নিষেধ করেন। কিন্তু অন্য কোচিংয়ের পোস্টার না লাগানোয় সংসার চলছিল না জাকিরের। এরপর ২০২৩ সালের ১১ মে রাতে অন্য একটি কোচিংয়ের পোস্টার লাগানোর সময় ডা. সিয়ামের লোকজন তাকে তুলে নিয়ে বেদম মারপিট করেন। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়পত্র পেয়ে ১৯ মে তিনি লবণচরা থানায় মামলা করতে যান। পুলিশ ওই সময় মামলা নেয়নি। আদালতে মামলার আরজির সঙ্গে তিনি থানায় করা মামলার এজাহারের রিসিভ কপি, হাসপাতালের নথি এবং ডা. সিয়ামের ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিভিন্ন প্রমাণপত্র জমা দেন।
বাদীর আইনজীবী মনিরুল ইসলাম পান্না বলেন, আদালত বাদীর আবেদন আমলে নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মোহাম্মদ মিলন/এএমকে