বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নেক্সট জেনারেশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা এই অবরোধ করেন।
বিজ্ঞাপন
এদিন বেলা সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
পোশাক শ্রমিকরা বলেন, এক মাসের বেতন বকেয়া রেখে মালিকপক্ষ কারখানাটি আরও দুই মাস আগে বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফায় বেতন পরিশোধের তারিখ দিলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় থেকে বেতন পরিশোধের বিষয়টি আশ্বস্ত করলেও এখন পর্যন্ত পরিশোধ করেনি। তাই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে শ্রমিকরা পাওনা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে। সেনাবাহিনী ও পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখনো বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা বলে জানান তিনি।
লোটন আচার্য্য/এএমকে