গাজীপুরে আরশীনগর রিসোর্ট থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় ওই রিসোর্টের স্টাফ কোয়াটারের পানির ট্যাংকির জন্য নির্মিত ফল্স ছাদের ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় গ্রেনেডটির সন্ধান পাওয়া যায়।

ডিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল গাজীপুর তিন সড়ক মোড় এলাকায় আরশিনগর রিসোর্টের টিনশেড স্টাফ কোয়ার্টার আছে। রোববার বিকেলে ওই কোয়ার্টারের পানির ট্যাংকির জন্য নির্মিত ফল্স ছাদের ময়লা আবর্জনা পরিষ্কার করছিলেন কয়েকজন। এ সময় ও গ্রেনেডটি নিচে মাটিতে পড়ে গেলে তা তারা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে এবং ডিএমপি, ঢাকার বোম ডিজপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার (২১ অক্টোবর) সকালে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উদ্ধার গ্রেনেডটি পুরাতন এবং মরিচা ধরা। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।

শিহাব খান/এফআরএস