সুনামগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
নুর উদ্দিন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের বাসিন্দা জমির আলীর ছেলে।
বিগত দুই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জোরপূর্বক নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন—এমন অভিযোগও উঠেছে নুর উদ্দিনের বিরুদ্ধে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুর উদ্দিনকে সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানায় হস্তান্তরে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহিরের ভাই ২ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন, যেখানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়।
তামিম রায়হান/এএমকে