ঢাকায় ফিরতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে তারা
মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডা এলাকায় ঢাকামুখী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। করোনার সংক্রমণ উপেক্ষা করে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছে। কেউ কেউ হাঁটছে মাইলের পর মাইল। এক কথায় যে যেভাবে পারছে ঢাকায় ফিরছে।
রোববার (১৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কড্ডা এলাকায় মানুষের ভিড় দেখা যায়। যানবাহনের জন্য অনেককে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বিজ্ঞাপন
গাজীপুরের কোনাবাড়ি থেকে রঞ্জন বর্মন তার আত্মীয়ের মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয়জনকে নিয়ে এসেছেন সিরাজগঞ্জের রানীগ্রামে। গাড়ি না পেয়ে কড্ডার মোড় এলাকায় এসে পড়েছেন ভীষণ বিপদে। বাড়ি যেতে হবে তাদের। কিন্তু কীভাবে যাবেন জানেন না তারা।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীরা মহাসড়কে ভিড় করলেও পাচ্ছে না যানবাহন। হাজার হাজার মানুষ মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে। কেউ কেউ মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে উঠতে পারলে সৌভাগ্যবান মনে করছে।
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি ঢাকা পোস্টকে বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি বুঝতে পারছি। কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকায় আমাদের কিছুই করার নেই। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মহাসড়কে যানজট নেই। কোনো ধরনের দুর্ঘটনাও ঘটেনি।
শুভ কুমার ঘোষ/এএম