নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে স্বপ্না বেগম(৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপ্না বেগম উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মো.শাহাদ কাজীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান,শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর কাজ করার সময় সাপ কামড় দেয়। এসময় গৃহবধূর শরীর অবশ হয়ে আসতে থাকে। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।  অবস্থা অবনতি হওয়ায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, ধারণা করা হচ্ছে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরে।

গোলাম রাব্বানী/এসএমডব্লিউ