সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম আনন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান কর হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এ বিষয় জানতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।

জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হুদা লিমন বলেন, কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ বহিষ্কার হতে পারেন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

নিয়াজ আহমেদ সিপন/এমজেইউ