জামালপুরের মেলান্দহে পরকীয়ার অভিযোগে আরিফুল ইসলাম সুমন (৪০) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে পিটুনি দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আদ্রা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ইউনিয়ন পরিষদ সদস্যকে আটকের ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গণপিটুনির শিকার অভিযুক্ত আরিফুল ইসলাম সুমন উপজেলার ৬নং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি নাওঘাটা এলাকার মৃত মজনু মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন স্থানীয় এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। বুধবার রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ইউপি সদস্য ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম সুমন মুঠোফোনে জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার সময় কয়েকজন লোক আমাকে মারধর করে। মারধরের বিষয়ে আইনের আশ্রয় নেবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, সেটি পরে দেখা যাবে। তবে পরকীয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে ওই গৃহবধূ ও তার পরিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুত্তাছিম বিল্লাহ/পিএইচ