দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, শেরপুরে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি দেখার জন্য আমি এখানে এসেছি। এর আগে, বন্যায় ত্রাণের সময় আমার মন্ত্রণালয়ের সচিবরা এসেছিলেন। পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার জন্য আমি শেরপুরে এসেছি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এই কাজগুলো কীভাবে করবে, সে সম্পর্কে আমি ধারণা নিতে এবং দিতে সরেজমিনে এসেছি। শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরো হতে পারে, সেগুলো সম্পর্কে আগাম ধারণা নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে।

এসময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শুক্রবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

নাইমুর রহমান তালুকদার/পিএইচ