ছাত্র আন্দোলনে হামলা, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সোনাগাজীর ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী শহরের পেট্রো বাংলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, দুপুরের দিকে অভিযান চালিয়ে শহরের পেট্রো বাংলা এলাকায় নিজ বাসা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ছাত্র-জনতার আন্দোলনে শহরের বড় মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, ফেনী মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/আরএআর