জামায়াতে ইসলামী সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায় যেখানে আল্লাহর নিয়ম অনুযায়ী সুবিচার হবে। মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না। বেকার মানুষের হাতে কাজ তুলে দেওয়া হবে। সমাজে ধনী ও গরিব সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ নিরাপত্তার সঙ্গে পালন করবেন। কাউকে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার ভায়না মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের সময় জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেনি। জামায়াতের একাধিক নেতাকর্মী হত্যা, খুন, গুমের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল ও ফাঁসি দেওয়া হয়েছে। এখন জামায়াতে ইসলামীর সময় এসেছে মানুষের কল্যাণে কাজ করার।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এ বি এম বাকেরসহ জেলা জামায়াতের একাধিক নেতাকর্মী। পথসভা শেষে সফরসঙ্গীদের নিয়ে ঝিনাইদহের উদ্দেশে মাগুরা ত্যাগ করেন শফিকুর রহমান।

এফআরএস