পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়।

এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা যায়, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে কৃষকদের মাঝে সরবরাহ করে আসছিলেন—এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত কীটনাশক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টার প্রাইজ থেকে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলেন বলে জানান।

পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, উদ্ধার করা কীটনাশক সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। কৃষির এসব ওষুধ উৎপাদন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ। জব্দ করা কীটনাশক ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাফিউল মিল্লাত/এএমকে