মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। 

অভিযানে বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেট, কাঁচাবাজার ও হাসপাতাল গেটের সামনে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। এই অভিযানে প্রথম দিনে শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতো। জনসাধারণ ও পথচারীদের চলাচলের সুবিধার্থে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোহেল হোসেন/আরএআর