নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পিরোজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনে গভীর রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ একটি চক্র। পরে ভোর প্রায় ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনের বালুর এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে বদিউজ্জামান ও হালিম নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ডাকাত বদিউজ্জামান (৩৭) পিরোজপুর ইউপির জৈনপুর গ্রামের আইউব আলী বেপারীর ছেলে ও হালিম (৩৪) একই ইউপির মনাইকান্দী গ্রামের আ. খালেক মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মীমরাজ হোসেন/আরকে