সিরাজগঞ্জে ভেজাল মিছরি ও ডিমের মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনি ঢাকা পোস্টকে বলেন, জেলার সদর উপজেলার ছোনগাছা বাজারের ইমরান ট্রেডার্সকে ভেজাল গুড় ও মিছরি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা, রতনকান্দিতে পর্যাপ্ত ডিম মজুদ রাখায় একটি পোল্ট্রি ফার্মের মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা ও কাজীপুর উপজেলার গান্ধাইলে রেখা পোল্ট্রি ফার্মকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের পরিচালিত অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুভ কুমার ঘোষ/পিএইচ