বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধাকে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চাইনপাড়া কবরস্থান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রানী রায় (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর তার মরদেহ উদ্ধার করল পুলিশ। তিনি জৈনসার ইউনিয়নের পূর্ব ভাটিমভোগ গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া কবরস্থান এলাকায় পরিত্যক্ত আলুর গোলার পাশে হাত-পা বাঁধা মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের দুই ছেলে মিন্টু রায় ,পবিত্র রায় ও মেয়ে ময়না রায় জানান, তাদের এলাকার মীর হোসেনের ছেলে শিহাব মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের মাকে মীর হোসেন ডেকেছেন বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের মা রেখা রানী রায় রাত ৮টা পর্যন্ত বাড়ি ফিরে না আসলে তারা আশপাশ ও গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে শিহাবদের বাসায় খোঁজ নিতে গেলে শিহাব জানায় তার মাকে শিহাব দেখেনি। ওই সময় শিহাবের বাবা মীর হোসেন বাড়িতে ছিলেন না। পরে বুধবার সকালে লোকমুখে শুনতে পান বাড়ি থেকে ১ কিরোমিটার দূরে চাইনপাড়ার কবরস্থানের পাশে একটি পরিত্যাক্ত আলুর গোলা ঘড়ের পাশে তাদের মায়ের পায়ের সেন্ডেল ও তার মরদেহ পড়ে আছে। আশপাশের লোকজন সিরাজদিখান থানা পুলিশে খবর দেয়।
বিজ্ঞাপন
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর তা বিস্তারিত জানা যাবে।
ব.ম শামীম/আরএআর