সড়কে নেমে বিক্ষোভ করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যরা
দেশের সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গাইবান্ধার ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।
গতকাল গাইবান্ধা শহরের ডিবি রোডে আয়োজিত এই কর্মসূচিতে জেলার সাত উপজেলার ৮১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যসহ সহস্রাধিক জনসাধারণ অংশ নেন।
বিজ্ঞাপন
তার আগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন— সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম হক্কানি, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজদ, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খুশু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ অন্যরা।
আরও পড়ুন
বক্তারা অবিলম্বে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যদের অপসারণের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে তারা গাইবান্ধার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।
রিপন আকন্দ/এনএফ