কুড়িগ্রামে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ফল প্রকাশ করা হয়।

কুড়িগ্রামের শতভাগ ফেল করা কলেজ দুটি হলো– রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয় জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করুক। এ ফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এখন মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এদিকে, কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করেন ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন।

অপরদিকে পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এ বছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এ বোর্ডের শিক্ষার্থীদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।

মো. জুয়েল রানা/এসএসএইচ