আইন অমান্য করে ইলিশ ধরার অপরাধে শরীয়তপুরের জাজিরার পদ্মা নদী থেকে ৫ জেলেকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় নদীতে ইলিশসহ সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ রয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনার সময় পদ্মা নদী থেকে জালসহ ৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ ঢাকা পোস্টকে বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানের সময় ৫ জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৪০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগসহ প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সাইফ রুদাদ/পিএইচ