এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার অনুযায়ী দ্বিতীয় স্থান অর্জন করেছে ভোলা জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭২০ জন ছাত্র-ছাত্রী।

ভোলা জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের তথ্য মতে, ভোলার সাত উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ১০ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ২৬২ জন ছাত্র-ছাত্রী। 

পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৬ জন ছাত্র ও ৪ হাজার ৯৭৩ জন ছাত্রী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৮১০ জন ছাত্র ও ৪ হাজার ৪৫২ জন ছাত্রী। 

আরও জানা গেছে, ভোলা জেলায় মোট জিপিএ-৫ পাওয়া ৭২০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৯ জন ছাত্র ও ৪৬১ জন ছাত্রী। 

ভোলা জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ। পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের অবস্থান ভোলা জেলায় দ্বিতীয়।  

ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা দীপক হালদার।

এনএফ