রাজশাহী বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮২ দশমিক ২৪ শতাংশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর অলিউল আলম এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহীতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন ছাত্র-ছাত্রী।
পরীক্ষায় উপস্থিত মোট ছাত্র ছিল ৭১ হাজার ৮১৭ জন। তাদের পাসের হার ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৩০৫ জন। এই পরীক্ষায় উপস্থিত মোট ছাত্রী ৬৫ হাজার ৩৬৭ জন। তাদের পাসের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৫৯৭ জন।
শাহিনুল আশিক/এমজেইউ