স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মৎস্যজীবী দলের সভাপতিকে অব্যাহতি
পটুয়াখালী বাউফলের মদনপুর ইউনিয়নে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞাপন
অব্যাহতি পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন বলেন, ধর্ষণের অভিযোগ থাকায় মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার কারণে দলের বদনাম হচ্ছিল।
আরও পড়ুন
উল্লেখ্য, মদনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে সম্প্রতি মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আগেও তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ।
এ ঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করেন, ধর্ষণের শিকার শিশু ও তার বাবা-মা থানায় উপস্থিত হয়ে ওসিকে বিস্তারিত জানিয়েছেন। তারপরও রহস্যজনক কারণে এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। এমনকি লিখিত এজাহারটি তাদের পড়ে শুনানো হয়নি।
আরিফুল ইসলাম সাগর/এসএসএইচ