নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চরফ্যাশনে ৮ জেলে আটক
ভোলার চরফ্যাশন নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় আট জেলেকে আটক করা হয়েছে। এসময় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
পরে ভ্রাম্যমাণ আদালত ওই আট জেলেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিত।
আরও পড়ুন
একইসঙ্গে জব্দ করা ৮ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা। এছাড়াও ৮০ কেজি ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছে মৎস্য বিভাগ।
এসময় চরফ্যাশন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্ত কুমার অপু, চরফ্যাশন উপজেলা সিনিয়র ফিশারিজ অফিসার তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নদীতে মা ইলিশের প্রজনন নির্বিঘ্নে করতে আমরা কাজ করছি।
মো. খাইরুল ইসলাম/এসএসএইচ