চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু নদীতেই নয়, সড়ক পথে বা বাজারে অসাধু উপায়ে ইলিশ মাছ বিক্রি করলেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার (১৩ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাজারে অসাধু উপায়ে ইলিশ বিক্রির অপরাধে তিন মাছ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

তিনি জানান, আজ ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে তিন জন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরা পড়লে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অপরাধী তিন ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেওয়া হয়।

জাহিদ হাসান জানান, জব্দ করা প্রায় ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কোরআন মাদ্রাসা, কাছিয়াড়ার কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আনোয়ারুল হক/এসএসএইচ