মাগুরার শালিখায় সিংড়া বাজার থেকে আলম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি ২০১২ সালে কুমিল্লায় হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার (১২ অক্টোবর) শালিখা থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে শালিখা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজী ও সঙ্গীও ফোর্স উপজেলার সিংড়া বাজার থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলমকে গ্রেপ্তার করা হয়। ২০১২ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কুমিল্লা জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে শালিখা থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে আলম নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আমাদের পুলিশের একটি চৌকস দল গ্রেপ্তার করে এবং শনিবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তাছিন জামান/এএমকে