রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ীতে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নেতারা।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার বড়পুল হরিতলা সার্বজনীন মন্দির ও হরিসভা মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন দলটির নেতারা।
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাড. মো. নুরুল ইসলাম, জেলা শাখার নায়েবে আমির হাসমত আলী হাওলাদার,জমায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ, যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহিম, ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মো. আবু তাহেরসহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাড. মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ীর হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতে ইসলামী রাজবাড়ি জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে