কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. দেলোয়ার হোসেন (২৫) ও মো. সাগর (২৩) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী রায়হান (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন ছামচেড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে, সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম বলেন, আহত রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় বাড়িতে ফিরছিলেন। এ সময় উজিরপুর ইউনিয়ন ছামচেড়ি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনজন। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয় লোজন গুরুতর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর গুরুতর আহত রায়হানকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগর নামে একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরিফ আজগর/এএমকে