বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি বলেছেন, শান্তি ও সম্প্রীতি রক্ষা করে চলা আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্য রক্ষা করেই আবহমানকাল থেকে এ দেশে পূজা উদযাপিত হচ্ছে। সম্প্রীতির এই বন্ধন সবাইকে রক্ষা করে চলতে হবে।

শুক্রবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়ার চুকনগর ও যশোরের কেশবপুর এলাকায় কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও পূজা উদযাপন কমিটির পৃষ্ঠপোষক অমলেন্দু দাস অপু বলেন, এ অঞ্চলে সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। 

যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই।

কেশবপুর গৌরিঘোনা ইউনিয়নের ভেরচি নিমতলা মহাশশ্মান মন্দির প্রাঙ্গণে সিনিয়র সচিব নাসিমুল গনি পৌঁছালে তাকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু স্বাগত জানান। 

এমজে