নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তানভীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত দেড়টায় খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের ইয়ারাবাজ হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে তানভীরসহ মোট তিনজন নৌকা নিয়ে উপজেলার সদর ইউনিয়নের পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যান। রাত আনুমানিক দেড়টায় ঝড়-বৃষ্টিবিহীন প্রচুর বজ্রপাত শুরু হয়।  বজ্রপাতে তিন জেলে গুরুতর আহত হন। এ সময় হাওরে মাছ ধরতে যাওয়া পাশের আরেকটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়। গ্রামবাসী তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঢাকা পোস্টকে জানান, গতকাল মধ্যরাতে বজ্রপাতে আহত তানভীর মারা গেছেন। আহত দুজনের মধ্যে গিয়াস উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জাহিদুল ইসলাম নামের অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহত তানভীরের মরদেহ তার আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

চয়ন দেবনাথ মুন্না/এমজেইউ