জামালপুরে ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটো রিকশা চালক নিহত হয়েছেন। 

বুধবার (৯ অক্টোবর) জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকার চাঁন মিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

অটোরিকশা চালক নিহত ইউসুফ আলী জামালপুর। শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশারসঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৩-০৪৭৫) সরিষা বহন করছিলো। অটোরিকশায় কোনো যাত্রী ছিলো না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

এসময় জামালপুর- সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার পরেই চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর ইসলাম, অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটো রিকশা চালকের মরদেহ ট্রাকের নিচে পড়ে ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। পরে পুলিশ মরদেহ নিয়ে গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মুত্তাছিম বিল্লাহ/এমএসএ