রাজশাহীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে কেটে ইলিশ মাছ বিক্রি করা হবে। কেউ চাইলে তার চাহিদা মতো এক টুকরা ইলিশও কিনতে পারবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজারের মাছপট্টিতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জানা গেছে, বাজারে সব সময় ইলিশ মাছের দাম চড়া থাকে। এমন চড়া দামের কারণে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহীতে টুকরা করে ইলিশ মাছ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, দাম চড়া কারণে অনেক গরিব মানুষ বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেজি হিসাবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে ক্রেতার কাছ থেকে সে দাম নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এই সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন। আগামীকাল এভাবে ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে।

শাহিনুল আশিক/এমজেইউ