অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মাগুরার তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুপড়িয়া গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), মেয়ে দীঘি (১৪) এবং শালিখা উপজেলার ছাবড়ি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫–এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট এলাকা দিয়ে রূপণ (২২) নামের স্থানীয় মানব পাচারকারী এক তরুণ তিনজনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল তখন মা–মেয়েসহ তিনজনকে আটক করে। এ সময় মানব পাচারকারী রূপণ বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাছিন জামান/এমএসএ