বাজারে তদারকি বাড়িয়ে ভোক্তার ন্যায্য অধিকার সংরক্ষণে আরও কঠোর হবে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ (মঙ্গলবার) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরের খুচরা ও পাইকারি ব্যবসায়ী, হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী, হাউসবোট ব্যবসায়ীসহ সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে এ কথা জানানো হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সেমিনারে বক্তারা বলেন, সুনামগঞ্জের বাজার আগের মতোই নিয়ন্ত্রণহীন রয়েছে। নতুন সরকারের সময়ে মানুষের প্রত্যাশার জায়গা অনেক বেশি। কিন্তু বাজার পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। কাঁচা বাজারে নানা অজুহাতে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। শুধু যে কাঁচা বাজারে এমন তা নয় একই অবস্থা অন্যান্য নিত্যপণ্যের বাজারেও। এ ছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগ আছে বেশিরভাগ ক্ষেত্রেই। শহরের ফল বাজার, হোটেল-রেস্তোরাঁতেও ভোক্তারা ঠকছেন। পর্যটন খাতেও আছে পর্যটকদের ঠকার অভিযোগ। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, যেসব কথা শুনলাম, এটি খুবই লজ্জার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এসব অপরাধের ক্ষমা নেই। প্রকারান্তরে নিজেরাই যে আমরা নিজেদের ঠকাচ্ছি, এটি বুঝতে হবে সকলকে। 

তামিম রায়হান/এনএফ