হেলমেট পরে মোটরসাইকেল চালাতে উৎসাহিত করে ব্যতিক্রমী ক্যাম্পেইন
মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহ দিতে ব্যতিক্রমী ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠন। ক্যাম্পেইনের অংশ হিসেবে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদরের সার্কিট হাউজের সামনে মোটরসাইকেল চালকদের লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলার শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের উৎসাহিত করতে একটি করে লেবুর চারা প্রদান করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আয়োজকরা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় যারা হেলমেট পরা না থাকে তাদের সব থেকে ক্ষতি বেশি হয়। এজন্য সড়কে চলাচলের অন্যান্য আইন মেনে চলার পাশাপাশি আমরা চালকদের হেলমেট পরায় উৎসাহিত করছি। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের উৎসাহ দেওয়ার জন্য একটি করে ফলজ গাছ প্রদান করা হয়েছে। ভবিষ্যতের নিরাপদ সড়ক চাই-এর পক্ষ থেকে এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানান নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল।
শেখ আবু তালেব/এনএফ