নীলফামারীতে ছাত্র আন্দোলনে হামলা: সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
নীলফামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রবিউল ইসলাম বাবু (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা কোরানিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিউল ইসলাম বাবু ওই এলাকার নুরুল সরকারের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রবিউল ইসলাম বাবু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে শহরে আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ শহরের চৌরঙ্গী মোড় হতে ২০০ থেকে ২৫০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর চড়াও হয়ে ছত্রভঙ্গ করে। এ সময় শহরের পৌর মার্কেট তিতুমীর সড়কে অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে সেখানে থাকা টিভি, এসি, ফ্রিজ, টেবিল, চেয়ার, আসবাবপত্র, তিনটি ল্যাপটপ, স্যানিটারি মালামালসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল ক্ষতি হয়। এ ঘটনায় সদরের শাহীপাড়া এলাকার মৃত আতফাব উদ্দিনের ছেলে রবিউল আলম সরকার বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সাঈদ ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আগামীকাল বুধবার তাকে আদালতে তোলা হবে।
শরিফুল ইসলাম/এমজেইউ