দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। 

আজ (মঙ্গলবার) সকালে ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে  এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয়রা বলেন, আমাদের এলাকা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের কিছুই বাঁকি নাই। বর্তমান যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর জনসাধারণ আমরা রাতে ঘুমাতে পারছি না। প্রতি মুহূর্তে সামনে বিপদ দেখছি। খনির ভূগর্ভে মাইন বিস্ফোরণের সময় কম্পন সৃষ্টি হয়ে আমাদের বাড়িঘরে ফাটল ধরে ধ্বংস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দিলেও এখন আর দিচ্ছে না। এভাবে আমরা কীভাবে বসবাস করব? 

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, দাবি আদায়ে একাধিকবার লিখিতভাবে জানালেও কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা করেনি। সে কারণে আমরা বারবার আন্দোলন করতে বাধ্য হচ্ছি। আগামী ২০ দিনের মধ্যে দাবি মেনে না নিলে খনি ঘেরাও করা হবে।

এনএফ