গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে অস্ত্র হাতে প্রকাশ্যে রাজপথে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতা শাহজালাল হৃদয়ের (৪৫) বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এই তথ‍্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে বিচারক রওশন জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া শাজহালাল হৃদয় ময়মনসিংহ মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব কর্মকর্তা সামসুজ্জামান আরও বলেন, গত ৪ আগস্ট ময়মনসিংহে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগ নেতা শাহজালাল নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে হাতে শটগান নিয়ে প্রকাশ‍্যে অবস্থা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি ইতোমধ্যে থানায় জমা পড়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিগত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‍্য সাত দিনের রিমান্ড আবেদন করলে শাহজালালকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে