ছাত্র আন্দোলনে হামলা
সাবেক দুই এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১৫০০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল, অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ ১৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০০ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজিরহাট হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়াছিন আলী। আদালত মামলা গ্রহণ করে জলঢাকা সদর থানা পুলিশকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সফী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল জলঢাকা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের সময় জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাদ্দাম হোসেন পাভেল, আব্দুল ওয়াহেদ বাহাদুর, গোলাম মোস্তফা, আনছার আলী মিন্টু, নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোড়া, চাইনিজ কুড়াল, পশু কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে মিছিলে হামলা করেন। এতে মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম ও ডান পায়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাদীর মাথায় ৬টি ও পায়ে ৮টি সেলাই দেওয়া হয়।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, এখনো আদালতের কাগজ আমাদের কাছে আসেনি।
শরিফুল ইসলাম/এএমকে