বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে অস্ত্র হাতে গুলি চালিয়ে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজগঞ্জে আন্দোলনে গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

সোমবার (৭ অক্টোবর) বিকেলে আবু মুছাকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এ হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. রাসেল মাহমুদ মুছার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বিলেন, বিকেল ৩টার দিকে মুছাকে আদালতে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে চায় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৫ অক্টোবর কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে আবু মুছাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। আবু মুছা (৪২) সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ার হোসেন ছানুর ছেলে ও সিরাজগঞ্জ পৌর যুবলীগের সদস্য।

শুভ কুমার ঘোষ/জেডএস