চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ কুদ্দুসসহ ২০৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

মতলব উত্তর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য সাজেদুল হাসান বাবু (বাতেন), ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদসহ ৫৬ জনের নাম উল্লেখ্য করে আরো ১৫০ জন অজ্ঞাতকে আসামী করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামের এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন শাকিল, মোফাজ্জাল, আমির হোসেন, প্রান্ত, কাউসার।

হামলায় ইউনিয়ন বিএনপির ৪ নেতার ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে। ঘটনায় ২ জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মতলব উত্তর থানায় শুক্রবার (৪ অক্টোবর) সুজাতপুর গ্রামের আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন। সুজাতপুর গ্রামের হামলা মারধরের ঘটনায় থানায় এ মামলা গ্রহণ করা হয়েছে। আসামি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

পিএইচ