পটুয়াখালীর বাউফল ও বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দীঘির পাড়ের কাছে তেঁতুলিয়া নদীতে এক জেলের জালে আটকে পড়েছে একটি কুমির সাদৃশ্য ঘড়িয়াল।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘড়িয়ালটি ধরা পরে। ঘড়িয়ালটিকে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখা হয়। এটি দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপবন সংরক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, স্বাভাবিকভাবে এসব অঞ্চলে কুমির পাওয়ার সম্ভাবনা নাই। তবে মিডিয়ার মাধ্যমে দেখেছি নোয়াখালীতে কিছুদিন আগে একটি কুমির ধরা পড়েছে। হয়তো সুন্দরবন থেকে চলে আসতে পারে।

আমরা বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে দ্রুত জানিয়ে দিচ্ছি। কুমিরটি রেসকিউ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরিফুল ইসলাম সাগর/এএমকে