আশুলিয়ায় পোশাক শ্রকিকদের ওপর বহিরাগতদের হামলা, আটক ৬
সাভারের আশুলিয়ায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর মালিকপক্ষের বহিরাগতদের হামলার অভিযোগে ছয় জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় স্থানীয় ডংলিওন নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শ্রমিকরা জানায়, কারখানায় ছাটাই করা কয়েকজন কর্মকর্তা ও শ্রমিককে ফের কারখানার মালিকপক্ষ চাকরিতে পুর্নবহাল করে। এতে কারখানার শ্রমিকরা দুপুরে কর্মবিরতি পালন করেন। সেসময় কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের দিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য চাপ দেন। তখন শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। সেসময় আন্দোলনরত শ্রমিকদের ওপর বহিরাগত মালিকপক্ষের লোক হামলা করে। এতে কারখানার বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ছয় জন বহিরাগতকে আটক করে।
এ ঘটনায় আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, একটি কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর বহিরাগতরা হামলা করেছিল। সেসময় ছয় জন বহিরাগতকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএসএইচ