ট্রাকের বালু সরিয়ে পাওয়া গেল সাড়ে ৩ কোটি টাকার কাপড়-কসমেটিকস
হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি ট্রাকের ভেতর থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে বালুভর্তি ট্রাকটি আটক করে বিজিবি। পরে ট্রাকের বালু সরিয়ে কয়েকটি বস্তাভর্তি অবস্থায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাপড় ও কসমেটিকস বের করা হয়। তবে এসব মালামাল পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর এলাকা দিয়ে বালুভর্তি ট্রাকে করে ভারতীয় চোরাই পণ্য যাচ্ছে। এরই প্রেক্ষিতে বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে বালুবোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি করা হয়। পরে বালুর নিচে লুকানো অবস্থায় ১৯০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্রিম আটক করতে সক্ষম হয়। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য তিন কোটি পঞ্চাশ লাখ টাকা।
এমজেইউ