ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা দুই ব্যক্তি হলেন- গোপালগঞ্জের কাশিয়ানীর নজরুল শেখের ছেলে সজীব শেখ (২০) ও একই এলাকার নাজির শেখের ছেলে এলাহী শেখ (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দোষী সাব্যস্ত করে ওই দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জহির হোসেন/পিএইচ