ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও একজন ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালটিতে ভর্তি আছেন পাঁচজন রোগী। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ (বৃহস্পতিবার) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হতে শুরু করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। আর পাঁচজন এখনও ভর্তি আছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় একজন ভর্তি হয়েছেন। তাদের ডেঙ্গু ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ডেঙ্গু শনাক্তকারীরা স্থানীয় হলেও তারা কোনো কারণে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে আসার পর তাদের ডেঙ্গু শনাক্ত হয়। 

জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদ হোসেন বলেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু শনাক্ত হলে বিশ্রাম নিতে হবে। তরল খাবার বেশি খেতে হবে।

চম্পক কুমার/এনএফ