নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতের শব্দে সাহারা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সাহেরা খাতুন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীগ্রামের বাসিন্দা আজহার হোসেনের স্ত্রী।

তার ছেলে শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার মা ঘরে বসে ছিলেন। দিনভর আমাদের এখানে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রাতে ঘরের পাশে একটি বজ্রপাত হয়। আম্মা সেই শব্দ নিতে পারেননি। বজ্রপাতের শব্দে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. আরিফ ঢাকা পোস্টকে বলেন, গতকাল বজ্রপাতে দুইজন মানুষ মারা গেছেন। তার মধ্যে পাকলু মাঝি মাছ ধরতে গিয়ে মারা গেছেন। আর সাহারা খাতুন বজ্রপাতের শব্দে বসতঘরে মারা গেছেন। পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। 

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বজ্রপাতে এক জেলে ও এক বৃদ্ধার মৃত্যুর সংবাদ শুনেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি।

হাসিব আল আমিন/কেএ