নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাকলু হোসেন নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিঝুমদ্বীপ ইউনিয়নের কবিরার চর-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জেলে পাকলু হোসেন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে।

নিঝুমদ্বীপ ইউনিয়নের আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, দিনভর হাতিয়াসহ নোয়াখালীতে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। পাকলু মাঝি অন্য জেলেদের নিয়ে কবিরারচর-সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যায় বজ্রপাতে তিনি নিহত হন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যুর সংবাদ শুনেছি। তবে মৃতের পরিবারের থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি।

হাসিব আল আমিন/এএমকে