সুদের টাকা দিতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা
পটুয়াখালীর বাউফলে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আব্দুল মন্নান (৭০) নামের এক রিকশাচালক বিষপান করে আত্মহত্যা করেছেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরে বাউফল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যৌতা গ্রামে এ ঘটনা ঘটেছে। আব্দুল মন্নানের পিতার নাম মৃত তাজেম আলী।
বিজ্ঞাপন
তার পরিবারের সদস্যরা জানান, আব্দুল মন্নান প্রায় দুই বছর আগে বাউফল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন কুট্রির কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নেন। এ পর্যন্ত তিনি সুদে-আসলে ৩৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু তারপরও সুদ কারবারি কুট্রি তার কাছে আরও ২২ হাজার টাকা দাবি করে আসছিলেন।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অলিপুর বাজারে কবির সরদারের ঘরে বসে সুজন ও জালাল সরদারের উপস্থিতিতে সুদ কারবারি কুট্রি রিকশাচালক আব্দুল মন্নানকে সুদের টাকা পরিশোধের জন্য চাপ দিলে তিনি মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে দিশেহারা হয়ে আজ বুধবার দুপুর আড়াইটায় বিষপান করেন।
এ ঘটনার পর কয়েক স্বজন ও প্রতিবেশী তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সুদ কারবারি কুট্রি বলেন, আমি সুদের কারবার করি না। তাই কাউকে সুদে টাকা দেওয়ার প্রশ্নই আসে না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, খবর নিয়ে দেখছি।
আরিফুল ইসলাম সাগর/কেএ