অস্ত্র পরিষ্কার করতে গিয়ে যুবক গুলিবিদ্ধ
নরসিংদীর রায়পুরায় পুরনো একটি আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পায়ে লেগে এক যুবক আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম নাদিম মিয়া (২২)। তিনি রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, ৪ বছর আগের পুরনো একটি আগ্নেয়াস্ত্র (বন্দুক) পরিষ্কার করছিলেন নাদিম। তখন হঠাৎ বন্দুকটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মফিজ বলেন, পায়ে গুলি লাগা সেই যুবককে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তন্ময় সাহা/এসকেডি