‘ময়মনসিংহে বিআরটিসি ডিপোতে শিবির পরিচয়ে মহড়া’ শিরোনামে ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান। 

ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদ এবং সেক্রেটারি আব্দুর রহমানের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল সংবাদমাধ‍্যমে ভুল তথ‍্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কে বা কাদের দিয়ে এ ঘটনা সংঘটিত করেছে তা আমাদের বোধগম্য নয়। ভবিষ্যতে আমাদের জনপ্রিয় সংগঠন নিয়ে মিথ‍্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও কাল্পনিক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন‍্য আহ্বান করা হলো। 

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত সংবাদটি বিআরটিসির ব‍্যবস্থাপক মো. কামরুজ্জামানের অভিযোগ, সিসি ক‍্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং ঘটনা সংশ্লিষ্ট ব‍্যক্তিদের বক্তব্যের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। 

আরএআর